ᴍᴇᴅɪᴀ ᴄᴇʟʟ, ᴅɪꜱᴛʀɪᴄᴛ ᴘᴏʟɪᴄᴇ ꜱʜᴇʀᴘᴜʀ.
[𝟐𝟒 ᴍᴀʀᴄʜ 𝟐𝟎𝟐𝟒]
শ্রীবরদী থানার এসআই(নিরস্ত্র) মাইনুল রেজার নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় নিয়মিত গ্রেফতারী পরোয়ানা তামিল ও অবৈধ মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩/০৩/২৪ তারিখ দুপুর ১২.১০ ঘটিকার সময় শ্রীবরদী থানাধীন ভেলুয়া সাকিনস্থ শ্রীরবদী হইতে ঝগড়ারচর বাজারগামী গ্যারেজের মোড় জনৈক ইয়াজলের রাইস মিলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ৮ গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামি ১। মোছাঃ জেসমিন আক্তার (৪০), স্বামী- মাহাবুব আলম ২। মোঃ মনির মিয়া (৩৭), পিতা- করিম হোসেন উভয় সাং- সাতানী শ্রীবরদী, থানা- শ্রীবরদী জেলা -শেরপুর এবং তাদের হেফাজত হইতে উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য অনুমান ৮০,০০০/- টাকা।
মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার সংক্রান্তে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস