ᴍᴇᴅɪᴀ ᴄᴇʟʟ, ᴅɪꜱᴛʀɪᴄᴛ ᴘᴏʟɪᴄᴇ ꜱʜᴇʀᴘᴜʀ.
[𝟎𝟔 ᴍᴀʀᴄʜ 𝟐𝟎𝟐𝟒]
শ্রীবরদী থানার এসআই(নিরস্ত্র) মাইনুল রেজার নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স
থানা এলাকায় নিয়মিত গ্রেফতারী পরোয়ানা তামিল ও অবৈধ মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ০৫/০৩/২০২৪ তারিখ বিকাল অনুমান ১৭.২৫ ঘটিকার সময় শ্রীবরদী পৌরসভাস্থ শ্রীবরদী টু নিলক্ষিয়া রোডে জনৈক কুরবান আলীর অটোর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অ্যামফিটামিন যুক্ত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামি ১। মোঃ সুমন মিয়া (২৮) পিতা- মনোয়ার হোসেন সাং- খামারিয়াপাড়া, থানা- শ্রীবরদী, জেলা- শেরপুর এবং তার হেফাজত হতে উদ্ধারকৃত মাদকের অনুমানিক মূল্য ১৫,০০০/- টাকা।
মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার সংক্রান্তে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস