Wellcome to National Portal
Main Comtent Skiped

পুলিশ জনগণের বন্ধু এবং আস্থার প্রতীক। সে আস্থা থেকে বাংলাদেশ পুলিশ সর্বদা রাষ্ট্রীয় সেবা নিশ্চিতকল্পে সাধারণ মানুষের পাশে প্রতিনিয়তো কাজ করে যাচ্ছে। শ্রীবরদী থানা পুলিশ জনগণের সেবার ব্রত নিয়ে কাজ করতে দৃঢ়  প্রতিজ্ঞ। সাধারণ নাগরিকের জীবন যাপনের সামাজিক নিরপত্তা নিশ্চিতকল্পে ভরসাস্থল হিসাবে প্রতিনিয়তোই থাকতে চাই। সে কারণে প্রতিনিয়ত আপনাদের সহায়তা কামনা করছি। 


Title
2 drug dealers were arrested with 08 grams of heroin in the operation of Srivardi police station
Details

ᴍᴇᴅɪᴀ ᴄᴇʟʟ, ᴅɪꜱᴛʀɪᴄᴛ ᴘᴏʟɪᴄᴇ ꜱʜᴇʀᴘᴜʀ.

[𝟐𝟒 ᴍᴀʀᴄʜ 𝟐𝟎𝟐𝟒]


শ্রীবরদী থানার এসআই(নিরস্ত্র) মাইনুল রেজার নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় নিয়মিত গ্রেফতারী পরোয়ানা তামিল ও অবৈধ মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩/০৩/২৪ তারিখ দুপুর ১২.১০ ঘটিকার সময় শ্রীবরদী থানাধীন ভেলুয়া সাকিনস্থ শ্রীরবদী হইতে ঝগড়ারচর বাজারগামী গ্যারেজের মোড় জনৈক ইয়াজলের রাইস মিলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ৮ গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। 


ধৃত আসামি ১। মোছাঃ জেসমিন আক্তার (৪০), স্বামী- মাহাবুব আলম ২। মোঃ মনির মিয়া (৩৭), পিতা- করিম হোসেন উভয় সাং- সাতানী শ্রীবরদী, থানা- শ্রীবরদী জেলা -শেরপুর এবং তাদের হেফাজত হইতে উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য অনুমান ৮০,০০০/- টাকা।


মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার সংক্রান্তে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Images
Attachments
Publish Date
24/03/2024
Archieve Date
31/07/2024